বার্জারের ১০ টাকার শেয়ারে ১৫ টাকা করে লভ্যাংশ অনুমোদন
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৫ টাকা করে লভ্যাংশ অনুমোদন করেছে।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে এডামস সভাপতিত্ব করেন।
এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ পরিচালক কে আর দাস, অনিল ভাল্লা, সুবীর বোস, জাঁ ক্লদ লট্রিউল, আশফাক উর রহমান ও আবদুল খালেক উপস্থিত ছিলেন।
জেরাল্ড কে এডামস সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের ২০০৯ সালের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করেন।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে এডামস সভাপতিত্ব করেন।
এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ পরিচালক কে আর দাস, অনিল ভাল্লা, সুবীর বোস, জাঁ ক্লদ লট্রিউল, আশফাক উর রহমান ও আবদুল খালেক উপস্থিত ছিলেন।
জেরাল্ড কে এডামস সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের ২০০৯ সালের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করেন।
No comments