কমনওয়েলথ এক্সপ্রেস
ভারতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসকে স্মরণীয় করে রাখার জন্য চালু হচ্ছে বিশেষ প্রদর্শনী ট্রেন ‘কমনওয়েলথ এক্সপ্রেস’। ১১টি কোচ নিয়ে যাত্রা শুরু করবে এ ট্রেন। আজ বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে রাজধানী নয়াদিল্লির সফদরজং স্টেশন থেকে। ট্রেনটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিশেষ ট্রেনটি প্রথম যাবে পাঞ্জাবে। ২৫ জুন পাকিস্তান থেকে ঘুরে আসা কমনওয়েলথ গেমসের মশাল নিয়ে আসা হবে ভারতে এই বিশেষ ট্রেনে। এই ট্রেনটি ভারতের ৫০টি স্টেশনের ওপর দিয়ে যাবে। থাকবে কমনওয়েলথ গেমসের নানা প্রদর্শনী। গোটা দেশে এটি ঘুরবে সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে কমনওয়েলথ গেমস।
এই বিশেষ ট্রেনটি প্রথম যাবে পাঞ্জাবে। ২৫ জুন পাকিস্তান থেকে ঘুরে আসা কমনওয়েলথ গেমসের মশাল নিয়ে আসা হবে ভারতে এই বিশেষ ট্রেনে। এই ট্রেনটি ভারতের ৫০টি স্টেশনের ওপর দিয়ে যাবে। থাকবে কমনওয়েলথ গেমসের নানা প্রদর্শনী। গোটা দেশে এটি ঘুরবে সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে কমনওয়েলথ গেমস।
No comments