জিতে জার্মানি, হেরেও ঘানা
৫৯ মিনিটে মেসুট ওজিলের দেওয়া একমাত্র গোলে ঘানাকে হারিয়ে জার্মানি চলে গেল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। জার্মানির কাছে হেরেও গোলগড়ে এগিয়ে থাকায় শেষ ষোলোতে ঘানা।
জার্মানি জিতলেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে—সমীকরণ ছিল এমনই। তারা সেই জয়টা তুলে নিতে পেরেছে। কিন্তু অন্য মাঠে সার্বিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। ৬৯ মিনিটে টিম কাহিল ও ৭৩ মিনিটে হলম্যান গোল করে ২-০ তে এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ৮৪ মিনিটে পান্টেলিচ ২-১ করলেও বিশ্বকাপ থেকে সার্বিয়ার বিদায় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ ই ছিল এই ম্যাচ।
৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। সমান ৪ পয়েন্ট ঘানা ও অস্ট্রেলিয়ার। ঘানা গোল দিয়েছে দুটি, খেয়েছেও দুটি। গোলগড় শূন্য। অস্ট্রেলিয়া গোল করেছে ৩টি, খেয়েছে ৬টি। গোলগড় মাইনাস ৩। দ্বিতীয় রাউন্ডে ঘানা খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।
জার্মানি জিতলেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে—সমীকরণ ছিল এমনই। তারা সেই জয়টা তুলে নিতে পেরেছে। কিন্তু অন্য মাঠে সার্বিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। ৬৯ মিনিটে টিম কাহিল ও ৭৩ মিনিটে হলম্যান গোল করে ২-০ তে এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ৮৪ মিনিটে পান্টেলিচ ২-১ করলেও বিশ্বকাপ থেকে সার্বিয়ার বিদায় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ ই ছিল এই ম্যাচ।
৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। সমান ৪ পয়েন্ট ঘানা ও অস্ট্রেলিয়ার। ঘানা গোল দিয়েছে দুটি, খেয়েছেও দুটি। গোলগড় শূন্য। অস্ট্রেলিয়া গোল করেছে ৩টি, খেয়েছে ৬টি। গোলগড় মাইনাস ৩। দ্বিতীয় রাউন্ডে ঘানা খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।
No comments