লস্কর নেতা হাফিজের মুক্তির নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট
পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ মোহাম্মদ সাঈদের মুক্তির আদেশ বহাল রেখেছেন। তিনি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর বিরুদ্ধে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁকে গৃহবন্দী করা হয়।
২০০৯ সালের জুনে লাহোরের উচ্চ আদালত তাঁকে মুক্তি দেওয়ার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।
বিচারপতি নাসির উল মুলকের নেতৃত্বে তিন সদস্যের বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার আপিল নাকচ করে আগের আদালতের রায় বহাল রাখেন।
বিবাদী পক্ষের আইনজীবী এ কে দোগার বলেন, মামলায় হাফিজ মোহাম্মদ সাঈদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সরকারের কৌঁসুলিরা ব্যর্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়, শুধু ধারণার ভিত্তিতে একজন মানুষের স্বাধীনতার অধিকার হরণ করা যায় না।
২০০৯ সালের জুনে লাহোরের উচ্চ আদালত তাঁকে মুক্তি দেওয়ার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।
বিচারপতি নাসির উল মুলকের নেতৃত্বে তিন সদস্যের বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার আপিল নাকচ করে আগের আদালতের রায় বহাল রাখেন।
বিবাদী পক্ষের আইনজীবী এ কে দোগার বলেন, মামলায় হাফিজ মোহাম্মদ সাঈদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সরকারের কৌঁসুলিরা ব্যর্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়, শুধু ধারণার ভিত্তিতে একজন মানুষের স্বাধীনতার অধিকার হরণ করা যায় না।
No comments