ইথিওপিয়ায় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়
ইথিওপিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী মেলেস জেনাবির দল ইথিওপিয়ান পিপলস রেভ্যুলুশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করেছে। গত সোমবার দেশটির ন্যাশনাল ইলেকটোরাল বোর্ড (এনইবিই) নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানায়।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নির্বাচনে এই বিজয় মেলেসকে দেশটির গণতন্ত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। সাবেক বিদ্রোহী নেতা মেলেস ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। প্রধানমন্ত্রী মেলেস ২০১৫ সালে ক্ষমতা ছেড়ে দেবেন বলে পরিকল্পনা করেছেন।
দেশটির ৪৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৭৫ শতাংশের ফলাফলের ওপর ভিত্তি করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নির্বাচনে এই বিজয় মেলেসকে দেশটির গণতন্ত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। সাবেক বিদ্রোহী নেতা মেলেস ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। প্রধানমন্ত্রী মেলেস ২০১৫ সালে ক্ষমতা ছেড়ে দেবেন বলে পরিকল্পনা করেছেন।
দেশটির ৪৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৭৫ শতাংশের ফলাফলের ওপর ভিত্তি করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
No comments