স্যামির ঝড় সামলে স্মিথদের জয়
ড্যারেন স্যামি যখন ব্যাট হাতে নামলেন, ওয়েস্ট ইন্ডিজের জয় তখন দূরের বাতিঘর। ৫৬ বলে প্রয়োজন ১০১ রান, হাতে ৪ উইকেট। ছয় ছক্কা ও দুই চারে ২৬ বলে ৫৮ রান করে এটিকে ঢিলছোড়া দূরত্বে এনে দিলেন স্যামি, যদিও সতীর্থদের ব্যর্থতায় শেষ রক্ষা হলো না। ১৭ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০-তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
পরশু অ্যান্টিগায় ১৩ বলে ২ উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রয়োজন দাঁড়ায় ১৮ রানের, কিন্তু শেষ ২ উইকেট হারিয়ে ফেলে তারা টানা দুই বলে। ২০ বলে ফিফটি করা স্যামিকে ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়েছিলেন ডোয়াইন ব্রাভো (৭০ বলে ৭৪) ও দলে ফেরা ডেল রিচার্ডস (৫১)। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ঠিক ৩০০ রানের পুঁজি এনে দেন ব্যাটসম্যানদের সম্মিলিত পারফরম্যান্স। সর্বোচ্চ ৯২ করেছেন হাশিম আমলা, গত ৮ ম্যাচে তাঁর ষষ্ঠ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৩০০তম ম্যাচে জ্যাক ক্যালিস করেছেন ৮৫, টানা চতুর্থ সেঞ্চুরির হাতছানি দেখা এবি ডি ভিলিয়ার্স ৩৫ বলে ৪১। এদিকে দুটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় কিংস্টনে জরুরি অবস্থা জারি করায় বদলে যেতে পারে শেষ ওয়ানডে ও প্রথম টেস্টের ভেন্যু। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০০/৫ (আমলা ৯২, ক্যালিস ৮৯, ডি ভিলিয়ার্স ৪১, স্মিথ ৩৭, মিলার ২৬*; পোলার্ড ২/৪৯, টেলর ২/৫০)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.১ ওভারে ২৮৩ (ব্রাভো ৭০, স্যামি ৫৮*, রিচার্ডস ৫১, পোলার্ড ২৯; মরনে মরকেল ৩/৫৮)।
No comments