কেন্দ্রে সরকার বদল হলেই রাজ্যপাল বদল করা যাবে না
ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার বদল হলেই বিভিন্ন রাজ্যে নিয়োজিত রাজ্যপাল বদল করা যাবে না। গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন।
২০০৪ সালে ্র বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতনের পর কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীলমোর্চা (ইউপিএ) সরকার। এরপর ইউপিএ সরকার উত্তর প্রদেশ, হরিয়ানা এবং ওড়িশায় রাজ্যপাল বদল করে। এরই বিরুদ্ধে তৎকালীন বিজেপি সাংসদ বি পি সিংহল সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।
সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেন, কেন্দ্রে সরকার বদল হলেই রাজ্যপাল বদল করা যাবে না। রাজ্যপালের পাঁচ বছরের মেয়াদ শেষ হলেই কেবল বদল করা যাবে। তবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অসদাচরণ প্রমাণিত হলে, সে ক্ষেত্রে রাজ্যপালকে সরানো যাবে।
২০০৪ সালে ্র বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতনের পর কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীলমোর্চা (ইউপিএ) সরকার। এরপর ইউপিএ সরকার উত্তর প্রদেশ, হরিয়ানা এবং ওড়িশায় রাজ্যপাল বদল করে। এরই বিরুদ্ধে তৎকালীন বিজেপি সাংসদ বি পি সিংহল সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।
সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেন, কেন্দ্রে সরকার বদল হলেই রাজ্যপাল বদল করা যাবে না। রাজ্যপালের পাঁচ বছরের মেয়াদ শেষ হলেই কেবল বদল করা যাবে। তবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অসদাচরণ প্রমাণিত হলে, সে ক্ষেত্রে রাজ্যপালকে সরানো যাবে।
No comments