জাপানে মার্কিন সামরিক ঘাঁটি বিরোধী বিক্ষোভ
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাগোশিমায় মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের সরকারি পরিকল্পনার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা মঙ্গলবার ওকিনাওয়ার ফুতেনমা থেকে মার্কিন সামরিক ঘাঁটিটি সরিয়ে নিয়ে কাগোশিমায় স্থানান্তরের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর পরই কাগোশিমার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে।
হাতোইয়ামা সরকার ফুতেনমা থেকে এক হাজার মার্কিন মেরিন সেনা ও তাদের বিমান বহর কাগোশিমার প্রত্যন্ত দ্বীপ তকুনোশিমায় স্থানান্তরের চিন্তাভাবনা করছে। ওকিনাওয়া থেকে মার্কিন সেনাদের চাপ কমানোর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে হাতোইয়ামা নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
হাতোইয়ামা সরকার ফুতেনমা থেকে এক হাজার মার্কিন মেরিন সেনা ও তাদের বিমান বহর কাগোশিমার প্রত্যন্ত দ্বীপ তকুনোশিমায় স্থানান্তরের চিন্তাভাবনা করছে। ওকিনাওয়া থেকে মার্কিন সেনাদের চাপ কমানোর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে হাতোইয়ামা নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
No comments