মার্কিন কূটনীতিককে সু চির সঙ্গে বৈঠকের সুযোগ দেবে জান্তা
যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্র-মন্ত্রী কার্ট ক্যাম্প-বেল তিন দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। সফর-কালে সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ করে দিতে পারে জান্তা সরকার। জান্তার এক মুখপাত্র গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, শুধু সু চি ও তাঁর দলের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলেই মিয়ানমার সফর করবেন ক্যাম্পবেল।
নাম প্রকাশ না করার শর্তে জান্তার ওই মুখপাত্র জানান, ক্যাম্পবেল মিয়ানমার সফরকালে আগামীকাল সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নয় সদস্যের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া একই দিন সু চি ও তাঁর সদ্য বিলুপ্ত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্যাম্পবেল। ওই মুখপাত্র জানান, তবে সরকার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি।
মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী গত বৃহস্পতিবারের মধ্যে পুনরায় নিবন্ধন না করায় এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা।
এনএলডির ভাইস চেয়ারম্যান টিন উ বলেছেন, ক্যাম্পবেলের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, শুধু সু চি ও তাঁর দলের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলেই মিয়ানমার সফর করবেন ক্যাম্পবেল।
নাম প্রকাশ না করার শর্তে জান্তার ওই মুখপাত্র জানান, ক্যাম্পবেল মিয়ানমার সফরকালে আগামীকাল সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নয় সদস্যের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া একই দিন সু চি ও তাঁর সদ্য বিলুপ্ত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্যাম্পবেল। ওই মুখপাত্র জানান, তবে সরকার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি।
মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী গত বৃহস্পতিবারের মধ্যে পুনরায় নিবন্ধন না করায় এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা।
এনএলডির ভাইস চেয়ারম্যান টিন উ বলেছেন, ক্যাম্পবেলের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানানো হয়েছে।
No comments