আগে নেমে পড়াটাই কাল হলো মুরালির
টি-টোয়েন্টি বিশ্বকাপেই আর খেলতে পারবেন কি না, শঙ্কা ছিল তা নিয়ে। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে মুত্তিয়া মুরালিধরন তাই অবাকই করে দিয়েছিলেন সবাইকে। তবে এমন আগেভাগে ফেরাটা কালই হয়ে দাঁড়াল শ্রীলঙ্কান এই অফ স্পিনারের জন্য। আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। এই চোট যে কবে সারবে, সেটা এখন আর বলা যাচ্ছে না।
ঊরুর চোটে ভুগতে থাকা মুরালিধরনকে এত দ্রুত মাঠে নামানোর জন্য জবাবদিহি করতে হচ্ছে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসকে। তিনি অবশ্য দায় এড়ালেন এই বলে, ‘আপনি তো খেলোয়াড়ের কথাই শুনবেন। মুরালি ভেবেছিল সে ঠিক আছে। তার মতো একজন খেলোয়াড় যদি বলে খেলতে পারবে তাহলে...! সে তো ফিট আর আনফিটের ব্যাপারটা বোঝে।
ঊরুর চোটে ভুগতে থাকা মুরালিধরনকে এত দ্রুত মাঠে নামানোর জন্য জবাবদিহি করতে হচ্ছে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসকে। তিনি অবশ্য দায় এড়ালেন এই বলে, ‘আপনি তো খেলোয়াড়ের কথাই শুনবেন। মুরালি ভেবেছিল সে ঠিক আছে। তার মতো একজন খেলোয়াড় যদি বলে খেলতে পারবে তাহলে...! সে তো ফিট আর আনফিটের ব্যাপারটা বোঝে।
No comments