সেমিফাইনাল দেখছে ইংল্যান্ড
সুপার এইটে টানা দ্বিতীয় জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ইংল্যান্ড। ব্রিজটাউনের দ্বিতীয় ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকাকে ৩৯ রানে হারিয়েছে তারা।
দলের মাত্র ৪ রানের সময় ওপেনার মাইকেল লাম্বকে হারালেও ক্রেইগ কিসওয়েটার-কেভিন পিটারসেনের ৯৪ রানের দ্বিতীয় উইকেট জুটির সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। কিসওয়েটার ৪২ বলে ৪১ ও পিটারসেন ৩৩ বলে ৫৩ রান করেন। দুটি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোথা, মরকেল ও লেঙ্গেভেল্ট। জবাবে এক ওভার বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জাঁ পল ডুমিনি করেন সর্বোচ্চ ৩৯ রান। ইংল্যান্ডের সাইডবটম ও সোয়ান নিয়েছেন ৩টি করে উইকেট।
দলের মাত্র ৪ রানের সময় ওপেনার মাইকেল লাম্বকে হারালেও ক্রেইগ কিসওয়েটার-কেভিন পিটারসেনের ৯৪ রানের দ্বিতীয় উইকেট জুটির সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। কিসওয়েটার ৪২ বলে ৪১ ও পিটারসেন ৩৩ বলে ৫৩ রান করেন। দুটি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোথা, মরকেল ও লেঙ্গেভেল্ট। জবাবে এক ওভার বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জাঁ পল ডুমিনি করেন সর্বোচ্চ ৩৯ রান। ইংল্যান্ডের সাইডবটম ও সোয়ান নিয়েছেন ৩টি করে উইকেট।
No comments