মার্কিন অভিনেত্রী লেনা হর্নের জীবনাবসান
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অভিনেত্রী ও কণ্ঠশিল্পী লেনা হর্ন আর নেই। গত সোমবার নিউইয়র্কে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। অভিনয় ও গানের পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন লেনা। কৃষ্ণাঙ্গ এই শিল্পী বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।
লেনা হর্ন ১৯৪৩ সালে শুধু কৃষ্ণাঙ্গদের অংশগ্রহণে নির্মিত সেলিনা রজার্সের চলচ্চিত্রে ‘স্টোর্মি ওয়েদার’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।
তাঁর জীবন ও ক্যারিয়ার নিয়ে ১৯৮১ সালে নির্মিত শো ‘লেনা হোম: দ্য লেডি অ্যান্ড হার মিউজিক’-এ অভিনয়ের জন্য অনেক পুরস্কার লাভ করেন লেনা। লেনা হর্ন হলিউডের ৬০ বছরের ক্যারিয়ার শেষে যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন।
লেনা হর্ন ১৯৪৩ সালে শুধু কৃষ্ণাঙ্গদের অংশগ্রহণে নির্মিত সেলিনা রজার্সের চলচ্চিত্রে ‘স্টোর্মি ওয়েদার’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।
তাঁর জীবন ও ক্যারিয়ার নিয়ে ১৯৮১ সালে নির্মিত শো ‘লেনা হোম: দ্য লেডি অ্যান্ড হার মিউজিক’-এ অভিনয়ের জন্য অনেক পুরস্কার লাভ করেন লেনা। লেনা হর্ন হলিউডের ৬০ বছরের ক্যারিয়ার শেষে যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন।
No comments