সৌদি আরবে স্থূলতা নিয়ন্ত্রণে প্রচারণা
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় স্থূলতা নিয়ন্ত্রণে প্রচার শুরু করেছে। জাতীয় স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে। গত শনিবার রিয়াদের প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন রিয়াদের স্বাস্থ্যবিষয়ক পরিচালক হিশাম মোহাম্মদ আল নাদিরা। এতে স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল রাবিয়ার সমর্থন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাদিরা বলেন, শিশুদের মুটিয়ে যাওয়া রোধের বিষয়টিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। শিশুরা স্বাস্থ্যবিষয়ক যেসব সমস্যায় ভুগে থাকে, সঠিক সময়ে যথাযথ দিকনির্দেশনা তা কমাবে।
স্থূলতা নিয়ন্ত্রণে প্রচারণা উপলক্ষে একটি প্রদর্শনীও চালু হয়েছে। এ ব্যাপারে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী আলোচনা সভা হবে। প্রচারণা কর্মসূচি সফল করে তুলতে কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাদিরা বলেন, শিশুদের মুটিয়ে যাওয়া রোধের বিষয়টিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। শিশুরা স্বাস্থ্যবিষয়ক যেসব সমস্যায় ভুগে থাকে, সঠিক সময়ে যথাযথ দিকনির্দেশনা তা কমাবে।
স্থূলতা নিয়ন্ত্রণে প্রচারণা উপলক্ষে একটি প্রদর্শনীও চালু হয়েছে। এ ব্যাপারে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী আলোচনা সভা হবে। প্রচারণা কর্মসূচি সফল করে তুলতে কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা।
No comments