ইরাকের হিল্লা শহরে গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত
ইরাকের হিল্লা শহরে গতকাল সোমবার দুটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষে পুলিশসহ নিহত হয়েছেন আরও ৩২ জন।
রাজধানী বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি পোশাক কারখানার সামনে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা কাজ শেষে কারখানা থেকে বের হচ্ছিলেন। কারখানার পাশে পার্কিং করা একটি গাড়ি থেকে প্রথম বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এতে ৪০ জন নিহত হন। পুলিশ কর্মকর্তারা দ্বিতীয় বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে ধারণা করছেন।
রাজধানী বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি পোশাক কারখানার সামনে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা কাজ শেষে কারখানা থেকে বের হচ্ছিলেন। কারখানার পাশে পার্কিং করা একটি গাড়ি থেকে প্রথম বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এতে ৪০ জন নিহত হন। পুলিশ কর্মকর্তারা দ্বিতীয় বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে ধারণা করছেন।
No comments