চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন হামিদ কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই চার দিনের সফরে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। কর্মকর্তারা বলছেন, ওবামা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে কারজাই ওয়াশিংটন সফর করছেন।
আফগান কর্মকর্তা সেদিক সিদ্দিকি বলেছেন, ওয়াশিংটন ডিসির কাছে অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট কারজাইকে স্বাগত জানান মার্কিন কর্মকর্তারা। কারজাই গতকাল রাতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে নৈশভোজে অংশ নেন।
সরকারের ভেতরে ব্যাপক দুর্নীতির কারণে আফগানদের কাছে প্রেসিডেন্ট কারজাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মার্কিন প্রশাসন চাইছে, ভবিষ্যতে তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর আগেই কারজাই যেন তাঁর দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হন।
আফগান কর্মকর্তা সেদিক সিদ্দিকি বলেছেন, ওয়াশিংটন ডিসির কাছে অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট কারজাইকে স্বাগত জানান মার্কিন কর্মকর্তারা। কারজাই গতকাল রাতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে নৈশভোজে অংশ নেন।
সরকারের ভেতরে ব্যাপক দুর্নীতির কারণে আফগানদের কাছে প্রেসিডেন্ট কারজাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মার্কিন প্রশাসন চাইছে, ভবিষ্যতে তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর আগেই কারজাই যেন তাঁর দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হন।
No comments