ব্যাংককে অভিবাসী শ্রমিকেরা বিক্ষোভে অংশ নিলে জেল-জরিমানা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী রোববারের সরকারবিরোধী সমাবেশে অংশগ্রহণের ব্যাপারে অভিবাসী শ্রমিকদের সতর্ক করে দিয়েছে সরকার। মঙ্গলবার শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকেরা ওই সমাবেশে অংশ নিলে তাঁদের জেল ও মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে। খবর এএফপির।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা রোববার ব্যাংককে বিশাল সমাবেশের ডাক দিয়েছে। সরকার বলেছে, ওই সমাবেশে অভিবাসী শ্রমিকেরা যোগ দিলে তাঁদের প্রত্যেককে পাঁচ বছর জেল ও এক লাখ বাথ (তিন হাজার ১০০ ডলার) জরিমানা করা হবে। শ্রমমন্ত্রী পাইতুন কায়েথং বলেছেন, নিয়োগকর্তাদেরও ছাড়া হবে না। তাদের ওয়ার্ক পারমিট বাতিল ও শ্রমিকপ্রতি এক লাখ বাথ জরিমানা করা হবে।
লাল জামা পরে থাকসিনের সমর্থকেরা বিক্ষোভ করবেন। দুই সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থাকসিনের অধিকাংশ সম্পদ বাজেয়াপ্ত করেন। এর প্রতিবাদেই মূলত ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা রোববার ব্যাংককে বিশাল সমাবেশের ডাক দিয়েছে। সরকার বলেছে, ওই সমাবেশে অভিবাসী শ্রমিকেরা যোগ দিলে তাঁদের প্রত্যেককে পাঁচ বছর জেল ও এক লাখ বাথ (তিন হাজার ১০০ ডলার) জরিমানা করা হবে। শ্রমমন্ত্রী পাইতুন কায়েথং বলেছেন, নিয়োগকর্তাদেরও ছাড়া হবে না। তাদের ওয়ার্ক পারমিট বাতিল ও শ্রমিকপ্রতি এক লাখ বাথ জরিমানা করা হবে।
লাল জামা পরে থাকসিনের সমর্থকেরা বিক্ষোভ করবেন। দুই সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থাকসিনের অধিকাংশ সম্পদ বাজেয়াপ্ত করেন। এর প্রতিবাদেই মূলত ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
No comments