অনশন ভঙ্গ করেছেন শরৎ ফনসেকা
ফোনে মেয়ের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় অনশন ভেঙেছেন শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ও পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী শরৎ ফনসেকা। টেলিফোন সুবিধা না দেওয়ায় নৌবাহিনীর একটি বন্দিশিবিরে আটক ফনসেকা গত রোববার অনশন শুরু করেছিলেন। তাঁর দলীয় সূত্র গতকাল মঙ্গলবার এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত তাঁর দুই মেয়ের সঙ্গে এত দিন যে মোবাইল ফোনে কথা বলতেন, সেটির সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় অনশন শুরু করেছিলেন ফনসেকা।
গত জানুয়ারিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষের কাছে পরাজিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ ওঠে। নির্বাচনের দুই সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফনসেকার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা না হলেও একজন সামরিক মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত তাঁর দুই মেয়ের সঙ্গে এত দিন যে মোবাইল ফোনে কথা বলতেন, সেটির সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় অনশন শুরু করেছিলেন ফনসেকা।
গত জানুয়ারিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষের কাছে পরাজিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ ওঠে। নির্বাচনের দুই সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফনসেকার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা না হলেও একজন সামরিক মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শেষ করেছেন।
No comments