ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে
ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেজিল ২-এর উন্নত একটি সংস্করণের পরীক্ষা চালিয়েছে। তেহরান জানায়, এটি ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম। গতকাল বুধবার ওই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এএফপি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’ তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরান জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। তেহরানের দাবি অনুযায়ী, ইরানের চিরশত্রু ইসরায়েল, অধিকাংশ আরব দেশ এবং তুরস্কের অধিকাংশ এলাকাসহ ইউরোপের অংশবিশেষ ক্ষেপণাস্ত্রের আওতার ভেতরে পড়বে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য তিনি এখন কোপেনহেগেনে রয়েছেন।
বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে কথা বলেছেন গর্ডন ব্রাউন। তিনি বলেন, ‘আমি তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছি। তিনিও ইরানের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’ তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরান জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। তেহরানের দাবি অনুযায়ী, ইরানের চিরশত্রু ইসরায়েল, অধিকাংশ আরব দেশ এবং তুরস্কের অধিকাংশ এলাকাসহ ইউরোপের অংশবিশেষ ক্ষেপণাস্ত্রের আওতার ভেতরে পড়বে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য তিনি এখন কোপেনহেগেনে রয়েছেন।
বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে কথা বলেছেন গর্ডন ব্রাউন। তিনি বলেন, ‘আমি তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছি। তিনিও ইরানের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন।’
No comments