ইরানের ওপর নিষেধাজ্ঞা বিল কংগ্রেসের নিম্নকক্ষে অনুমোদন
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গত মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত একটি নতুন বিল বিপুল ভোটের ব্যবধানে অনুমোদিত হয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টি করতে এ বিল অনুমোদনের মধ্য দিয়ে ইরানের কাছে বিদেশি কোম্পানিগুলোর পরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
প্রতিনিধি পরিষদে বিলটি ৪১২-১২ ভোটে পাস হয়। এটি এখন সিনেটে পাস হলেই আইনে পরিণত হবে।
প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদনের ফলে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের তেল শোধনের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেলেন।
ইরান বিশ্বের অন্যতম বৃহত্ তেলসমৃদ্ধ দেশ। কিন্তু এ বিপুল পরিমাণ তেল শোধন করার পর্যাপ্ত প্রযুক্তি নেই তেহরানের। ফলে বিদেশি বিভিন্ন তেল শোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইরান। চাহিদার ৪০ শতাংশ পরিশোধিত তেল এসব বিদেশি কোম্পানির কাছ থেকে আমদানি করে তেহরান।
প্রতিনিধি পরিষদের সদস্য হাওয়ার্ড বেরম্যান বলেন, ‘ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
প্রতিনিধি পরিষদে বিলটি ৪১২-১২ ভোটে পাস হয়। এটি এখন সিনেটে পাস হলেই আইনে পরিণত হবে।
প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদনের ফলে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের তেল শোধনের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেলেন।
ইরান বিশ্বের অন্যতম বৃহত্ তেলসমৃদ্ধ দেশ। কিন্তু এ বিপুল পরিমাণ তেল শোধন করার পর্যাপ্ত প্রযুক্তি নেই তেহরানের। ফলে বিদেশি বিভিন্ন তেল শোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইরান। চাহিদার ৪০ শতাংশ পরিশোধিত তেল এসব বিদেশি কোম্পানির কাছ থেকে আমদানি করে তেহরান।
প্রতিনিধি পরিষদের সদস্য হাওয়ার্ড বেরম্যান বলেন, ‘ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
No comments