মালয়েশিয়ান পাম অয়েলের কুইজের পুরস্কার বিতরণ
মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল আয়োজিত সেল ফোন/ ওয়েবসাইটভিত্তিক সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ডিজিটাল কারিগরি প্রযুক্তি ব্যবহার করে বছরব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে মালয়েশিয়ান পাম অয়েল কোম্পানি।
রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এ কুইজ প্রতিযোগিতার গত এপ্রিল থেকে জুলাই পর্বের বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় নেক্সট নেট লিমিটেড।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ। বিশেষ অতিথি ছিলেন সাইম ডার্বি প্ল্যান্টেশন এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দাতো আজহার আবদুল হামিদ ও বোর্ড সদস্য দাতো হেনরি বার্লো। এ ছাড়া মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় তিন লক্ষাধিক প্রতিযোগী অংশ নেয়।
রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এ কুইজ প্রতিযোগিতার গত এপ্রিল থেকে জুলাই পর্বের বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় নেক্সট নেট লিমিটেড।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ। বিশেষ অতিথি ছিলেন সাইম ডার্বি প্ল্যান্টেশন এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দাতো আজহার আবদুল হামিদ ও বোর্ড সদস্য দাতো হেনরি বার্লো। এ ছাড়া মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় তিন লক্ষাধিক প্রতিযোগী অংশ নেয়।
No comments