জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় চুক্তি না করলে পরিণতি হবে ভয়াবহ
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বিশ্বনেতারা যদি একটি কার্যকর চুক্তিতে না পৌঁছাতে না পারেন, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, ‘বিশ্বনেতারা চাইলে এই বিপর্যয় এড়াতে পারেন। তবে সময় দ্রুত চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় আমাদের সামর্থ্য আছে। এখনই তা কাজে লাগাতে হবে।’
জাতিসংঘ মহাসচিব গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে এক পরিবেশবিষয়ক ফোরামে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ১০ দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে তাঁর নিজের দেশে অবস্থান করছেন। ১৮ আগস্ট তিনি নিউইয়র্কে ফিরে যাবেন।
আগামী ডিসেম্বরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বনেতারা গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে জাতিসংঘ আশা করছে।
বান কি মুন বলেন, ‘কোপেনহেগেনের ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যা আমাদের সবার অভিন্ন ভবিষ্যত্ রক্ষা করবে।’
জাতিসংঘ মহাসচিব গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে এক পরিবেশবিষয়ক ফোরামে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ১০ দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে তাঁর নিজের দেশে অবস্থান করছেন। ১৮ আগস্ট তিনি নিউইয়র্কে ফিরে যাবেন।
আগামী ডিসেম্বরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বনেতারা গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে জাতিসংঘ আশা করছে।
বান কি মুন বলেন, ‘কোপেনহেগেনের ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যা আমাদের সবার অভিন্ন ভবিষ্যত্ রক্ষা করবে।’
No comments