নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিল পাকিস্তান সরকার
নান
ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিল পাকিস্তানে ইমরান খানের সরকার।
বর্তমানে সেখানকার বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ রুপি থেকে ১৫ রুপিতে।
গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এই দাম ছিল ৮ রুপি থেকে ১০ রুপি।
একইভাবে বর্তমানে রুটির মূল্য ১০ রুপি থেকে ১২ রুপি। আগে এর দাম ছিল ৭ থেকে
৮ রুপি। মঙ্গলবার এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের বৈঠক হয়। সেখানে
সিদ্ধান্ত হয় সারাদেশে আগের দামে বিক্রি করতে হবে নান ও রুটি। বৈঠক শেষে
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান সংবাদ
সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে দেন।
এ খবর দিয়েছে অনলাইন ডন।
ড. ফিরদৌস আশিক আওয়ান আরও বলেছেন, মন্ত্রীপরিষদের বৈঠকে বিভিন্ন ইস্যু ছাড়াও গ্যাসের শুল্ক বৃদ্ধি, নান ও রুটির মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রেক্ষিতে মন্ত্রীপরিষদের অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) বৈঠক আহ্বান করেছেন বুধবার।
এ খবর দিয়েছে অনলাইন ডন।
ড. ফিরদৌস আশিক আওয়ান আরও বলেছেন, মন্ত্রীপরিষদের বৈঠকে বিভিন্ন ইস্যু ছাড়াও গ্যাসের শুল্ক বৃদ্ধি, নান ও রুটির মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রেক্ষিতে মন্ত্রীপরিষদের অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) বৈঠক আহ্বান করেছেন বুধবার।
No comments