যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের নথি প্রকাশের অনুমোদন কংগ্রেস কমিটির
যুক্তরাষ্ট্রে
গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে রুশ যোগসাজশ
তদন্তে এফবিআই ও বিচার বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
তুলে রিপাবলিকানদের মেমোর যুক্তি খণ্ডন করে ডেমোক্র্যাটদের একটি নথি
প্রকাশে অনুমোদন দিয়েছে কংগ্রেসের হাউস ইন্টেলিজেন্স কমিটি। সোমবার
রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কমিটিতে ১০ পৃষ্ঠার মেমো প্রকাশের আবেদন
সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। তবে হাউস কমিটির অনুমোদনেই ডেমোক্র্যাটদের
নথি আলোর মুখ দেখছে না। এ জন্য প্রেসিডেন্টের সম্মতি নিতে হবে। সোমবার
রাতে নথিটি হোয়াইট হাউসে পৌঁছাবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত দিতে ট্রাম্পের
হাতে শুক্রবার পর্যন্ত সময় আছে। ডেমোক্র্যাটরা বলছেন, মেমোটিতে গত সপ্তাহে
প্রকাশিত চার পৃষ্ঠার রিপাবলিকান নথির খুঁতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য অ্যাডাম শিফ ইন্টেলিজেন্স
কমিটির সোমবারের এ ভোটকে স্বাগত জানিয়েছেন। কমিটিতে থাকা শীর্ষ এ
ডেমোক্র্যাটের লেখা মেমোটি প্রকাশে আগেও একদফা অনুমোদন চাওয়া হয়েছিল, সেই
সময় তাতে সায় মেলেনি। অ্যাডাম শিফ বলেন, ডেমোক্র্যাটদের এই নথি আটকে দেয়া
ট্রাম্প প্রশাসনের জন্য বেশ কঠিন কাজ হবে। ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার
বলেন, প্রেসিডেন্ট এই মেমো প্রকাশে সায় দেবেন, এটি মৌলিক সততার ব্যাপার। এ
নথির ওপর গুরুত্ব দিতে ও বিচার বিভাগের তদন্তকে হেয় না করতে তিনি
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
No comments