গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
ফিলিস্তিনের
গাজায় শনিবার টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, শনিবার গাজায় হামাসের একটি ভবনে বিমান হামলা
চালানো হয়েছে। তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। খবর
এএফপির। এর আগে শুক্রবার হামাসের একটি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে
জানিয়েছে ইসরাইল।
তারা বলেছে, শুক্রবার যেখানে হামলা চালানো হয়েছে সেটি ছিল
হামাসের একটি পর্যবেক্ষণ কেন্দ্র। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে,
গাজা থেকে ইসরাইলে একটি রকেট নিক্ষেপ করার পর তারা বিমান হামলা শুরু করেছে।
গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরাইলের কোনো ক্ষয়ক্ষতি না হলেও
ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্তা সংস্থা
এএফপি স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আবু জারাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,
ইসরাইলি হামলার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
ইসরাইলি বিমান থেকে তাদের এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। একজন
ফিলিস্তিনিকে আটকের জন্য কয়েকটি সামরিক যান নিয়ে শহরে ঢোকে ইসরাইলিরা।
সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের সেনাদের সংঘর্ষে পাঁচজন আহত হয়। এছাড়া
অন্তত তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
No comments