তুর্কি সেনাদের মোকাবেলায় দামেস্ক সরকারকে আহ্বান জানালো কুর্দি কর্তৃপক্ষ
সিরিয়ার
আফরিন অঞ্চলের কুর্দি কর্তৃপক্ষ দামেস্ক সরকারের কাছে দেশটির সরকারি সেনা
পাঠানোর আহ্বান জানিয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং তুর্কি হামলা থেকে
তাদেরকে বাঁচানোর লক্ষ্যে এ আহ্বান জানান হয়। বিবৃতিতে বলা হয়, তুর্কি
দখলদারদের হাত থেকে সিরিয়ার সীমান্ত রক্ষা করা এবং আফরিনের সার্বভৌমত্বের
রক্ষার দায়িত্ব দামেস্ক সরকারের উচিত।
এ জন্য সিরিয়া সেনাবাহিনী মোতায়েনের
আহ্বান জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে বিদেশিমদদপুষ্ট
সন্ত্রাসীদের মোকাবেলায় নিজস্ব বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কুর্দি অঞ্চলকে
দিয়েছে সিরিয়া সরকার। তুরস্ক গত শুক্রবার থেকে আফরিন অঞ্চলে সামরিক অভিযান
শুরু করেছে। তথাকথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফের সঙ্গে
সম্পর্কযুক্ত ওয়াইপিজি গেরিলা গোষ্ঠীকে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে
উচ্ছেদ করার লক্ষ্য এ অভিযান শুরু করা হয়।
No comments