সিরিয়া সঙ্কট সমাধানে সৌদি-মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান
সিরিয়া
সঙ্কট সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ আরও কিছু দেশ যে প্রস্তাব
দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে দামেস্ক। শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী
ভিয়েনায় জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পরোক্ষ
আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব ও জর্দানের পক্ষ
থেকে অনানুষ্ঠানিকভাবে সিরিয়া সঙ্কট সমাধানের জন্য ‘জেনেভা রাজনৈতিক
প্রক্রিয়া’ পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু জাতিসংঘে নিযুক্ত
সিরিয়ার রাষ্ট্রদূত এবং আন্তঃসিরিয়া শান্তি আলোচনায় দেশটির প্রতিনিধি বাশার
আল-জাফারি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, দামেস্কের কাছে এ প্রস্তাবের
‘বিন্দুমাত্র’ মূল্য নেই। জাফারি বলেন, ‘এই প্রস্তাবের প্রতিটি শব্দ ও
বাক্য আমরা প্রত্যাখ্যান করছি। প্রস্তাবটি যে কালি দিয়ে প্রিন্ট করা হয়েছে
তার সমপরিমাণ মূল্যও দামেস্কের কাছে নেই। কারণ, প্যারাস্যুট থেকে যে
প্রস্তাব নেমে আসে কিংবা ট্যাংকের পেছন থেকে যে প্রস্তাব পাঠানো হয় তা
সিরিয়ার জনগণ মেনে নেবে না’। যে পাঁচ দেশ এ প্রস্তাব দিয়েছে তার
প্রত্যেকটির হাত সিরিয়ার জনগণের রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন জাতিসংঘে
নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত।
No comments