স্বপ্ন জীবিত রাখুন by নূরে আলম সিদ্দিকী নূর
এই
সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
হল স্বপ্ন দেখা। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটি আজ বেঁচে আছে সে কোনো
না কোনোভাবে একটি বা একাধিক স্বপ্নকে সামনে রেখেই বেঁচে আছে। স্বপ্ন দেখতে
হয়। স্বপ্ন দেখাতে হয়। যে স্বপ্ন দেখে না সে মৃত মানুষ! স্বপ্ন পূরণ হয়,
যদি কেউ তা হৃদয়ে লালন করে। আর স্বপ্ন তো বড় করেই দেখতে হয়। বড় স্বপ্ন
দেখলে ছোট স্বপ্নগুলো এমনিতেই বাস্তবায়ন হয়। মনে করুন, আপনি দিনাজপুর থেকে
ঢাকায় যাবেন। যাত্রা শুরু হল, পথে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। যাত্রাপথে
আপনি অনেক উপজেলা, জেলা অতিক্রম করবেন। সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন, অনেক
বিচিত্র মানুষ দেখবেন। এভাবে আপনি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও
সাভার অতিক্রম করে রাজধানী ঢাকায় পৌঁছবেন। কিন্তু যদি আপনি বগুড়া পর্যন্ত
যেতেন, তাহলে আপনার ঢাকা শহরে পৌঁছানো সম্ভব হতো না। ঢাকায় আসার কারণে
আপনি পথে যা দেখেছেন তা বোনাস পেয়েছেন। বড় স্বপ্ন দেখার মজা এটিই।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বপ্নের কথাগুলো মানুষকে বলতে হয়। এতে লাভ কী?
স্বপ্নের কথা মানুষকে বললে তার বাস্তবায়ন সহজ হয়। কিভাবে? আপনি যখন আপনার
স্বপ্নের কথা কাউকে বলবেন তখন আপনার জীবনে দুটি ঘটনা ঘটবে। দেখবেন কেউ
আপনাকে ও আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টাতামাশা করছে। তারা আপনাকে বলতে পারে, এটি
তোমার দ্বারা সম্ভব নয়!
আবার কেউ আপনার স্বপ্ন পূরণে আপনাকে উৎসাহ দেবে।
অন্যের দেয়া উৎসাহ আপনাকে সামনে চলতে অনুপ্রেরণা জোগাবে। তখন আপনার স্বপ্ন
আপনাকে থামতে দেবে না, বিশ্রাম দেবে না, এমনকি আপনাকে ঘুমাতেও দেবে না।
আবার অন্যদিকে, যারা জীবনে কখনও বড় বা সুন্দর স্বপ্ন দেখে না বা কখনও সমাজে
কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি, সমাজে কারও উপকারে আসতে পারেনি, তারা
আপনাকে ভয় দেখাবে, নিরুৎসাহিত করবে। অনেক ক্ষেত্রে সমালোচকরা আপনাকে পাগল
বলতেও কুণ্ঠাবোধ করবে না। মজার বিষয় হচ্ছে, বড় স্বপ্ন দেখে তা কাউকে বললে
স্বপ্ন দেখা মানুষটি সবচেয়ে বেশি নিরুৎসাহিত বা সমালোচনার শিকার হতে পারে
তার রক্তের সম্পর্কের প্রিয় মানুষের দ্বারাই! তাহলে উপায়? আপনি যদি সাহসী
হন, বিবেকবান হন আর আপনার মনে যদি বড় ও সফল হওয়ার দৃঢ় প্রত্যয় থাকে, আর তা
যদি আপনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে এমন কোনো অপশক্তি নেই
যা আপনাকে থামাতে পারে। পরীক্ষায় এ-প্লাস পাওয়ার জন্য যেমন এ-প্লাস পাওয়া
ছাত্রকে অনুসরণ করতে হয়, তেমনি সফল বা বড় হওয়ার জন্য সফল মানুষকেই অনুসরণ
করতে হয়। সফল হওয়ার জন্য আপনার দেখা স্বপ্নটি কখনও চুরি হতে দেবেন না।
স্বপ্ন চুরি হলে আপনি নিরুৎসাহিত হবেন। আর স্বপ্ন কিন্তু কাছের মানুষরাই
বেশি চুরি করে! তাই সাবধান! স্বপ্নকে হৃদয়ে লালন করুন। আপনার স্বপ্নের
গাছটিকে জীবিত রাখুন। আর স্বপ্নের গাছটিকে জীবিত রাখতে তাতে প্রতিদিন নিয়ম
মেনে পানি ঢালুন। দেখবেন একসময় আপনার স্বপ্নের গাছে সুন্দর পাতাসহ রঙিন ফুল
ফুটবে, তাতে রঙিন প্রজাপতি আসবে। স্বপ্নের গাছে ফল ধরবে আর ফলটি সুমিষ্ট
হবে, ঠিক আপনি যেমনটি চেয়েছিলেন।
নূরে আলম সিদ্দিকী নূর : লেখক ও সংগঠক
নূরে আলম সিদ্দিকী নূর : লেখক ও সংগঠক
No comments