পদত্যাগে বাধ্য হবেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কতটা যোগ্য, কিংবা হোয়াইট হাউসে তাঁর
প্রথম বছর নিয়ে অত্যন্ত কড়া সমালোচনাপূর্ণ বই ফায়ার অ্যান্ড ফিউরি নিয়ে
আলোচনা এখন তুঙ্গে। বইটির প্রকাশ আটকে দিতে প্রেসিডেন্টের উদ্যোগ সত্ত্বেও
এর বেচাবিক্রি শুরু হয়ে গেছে। এরই মধ্যে গতকাল শনিবার বইটির লেখক মাইকেল
উলফ বলেছেন, বইটিতে ট্রাম্পের সম্পর্কে যে ধরনের তথ্য উঠে এসেছে, তাতে
হোয়াইট হাউসে তাঁর ক্ষমতার অবসান ঘটতে পারে।
বিবিসি রেডিওকে গতকাল দেওয়া
সাক্ষাৎকারে সাংবাদিক ও লেখক মাইকেল উলফ বলেন, ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড
দ্য ট্রাম্প হোয়াইট হাউস-এর পরিসমাপ্তিতে তিনি লিখেছেন, ট্রাম্প
প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য নন—এটি এখন একটা জনমতে পরিণত হয়েছে। উলফ মনে
করেন, বইটির কারণে ট্রাম্পের ‘বস্ত্র হরণ’ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প
সম্পর্কে যে ধরনের তথ্য উন্মোচিত হয়েছে বইটিতে, সে কারণে মনে হচ্ছে যে তিনি
আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। মাইকেল উলফের বইতে
বলা হয়েছে, ‘ট্রাম্পের মানসিক অবস্থা ঘুমন্ত’ বলে মনে করেন হোয়াইট হাউসের
কর্মকর্তারা। ট্রাম্প বলেছেন, বইটি ‘বিরক্তিকর এবং অসত্য’ তথ্যে ভরা।
No comments