মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশি আটক
সন্ত্রাসবিরোধী অভিযানে চারশ' বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েককবার চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটক হওয়াদের মধ্যে ভারত ও পাকিস্তানের নাগরিকও রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি অনলাইন। মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তা আইয়ুব খান মাইদিন পিচায়কে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, বিদেশি কোনো সন্দেহভাজন ব্যক্তির সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে কেউ যুক্ত কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে এবং কিছু প্রমাণ হলে সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে। জানা গেছে, আটক হওয়াদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং ভুয়া কাগজপত্র জব্দ করেছে। এক সপ্তাহ পর মালয়েশিয়ায় সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। এই গেমসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। আর নিরাপত্তার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবারের ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে। পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
No comments