আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে : ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘গণতন্ত্র মানে অংশগ্রহণ। আমি নিশ্চিত নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে চায় তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কেউ অংশ না নিলে সে নির্বাচনের প্রক্রিয়ায় থাকবে না।’ গতকাল পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে শ্রিংলা এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, ‘আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাসী। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমি নিশ্চিত, অন্য গণতন্ত্রের মতো এখানেও তেমনটিই হবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সম্ভাব্য ঢাকা সফরের তারিখ নিয়ে শ্রিংলা বলেন, এ মাসে সফরটি হচ্ছে না। আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশন রয়েছে। আমরা এর মাঝামাঝি একটি তারিখ নির্ধারণের চেষ্টা করছি।
No comments