নেইমারের ট্রান্সফার ফি’র ভাগ চায় সান্তোস
ফুটবলীয় মানদণ্ডে নেইমারের মতো একজন খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে বিরাট ক্ষতি। তবে আর্থিকভাবে দারুণ লাভবান হয়েছে বার্সেলোনা। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে ন্যুক্যাম্প থেকে ভাগিয়ে আনতে ২২২ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে পিএসজিকে। এখন বার্সেলোনার কাছে রেকর্ডভাঙা সেই ট্রান্সফার ফি’র ভাগ চাইছে নেইমারের আরেক সাবেক ক্লাব সান্তোস! সব মিলিয়ে তাদের দাবি ১৩.৪ মিলিয়ন ইউরো। ২০১৩ সালে সান্তোস থেকেই বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। ব্রাজিলীয় ক্লাবটির দাবি, চুক্তি অনুযায়ী নেইমারের ট্রান্সফার ফি’র পাঁচ শতাংশসহ বোনাস মিলিয়ে ৮.৯ মিলিয়ন ইউরো তাদের প্রাপ্য।
এছাড়া ২০১৩ সালে বার্সার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার চুক্তি হয়েছিল সান্তোসের। তার একটি এখনও না হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে আরও ৪.৫ মিলিয়ন ইউরো দাবি করছে সান্তোস। ক্ষতিপূরণের ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বার্সেলোনা। তবে সান্তোসকে নেইমারের ট্রান্সফার ফি’র ভাগ দেয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এক্ষেত্রে শক্ত যুক্তি রয়েছে স্প্যানিশ জায়ান্টদের। বার্সার দাবি, নেইমারকে তারা বিক্রি করলে চুক্তি অনুযায়ী সান্তোস কিছু পেত। কিন্তু নেইমারকে তারা বিক্রি করেনি। পিএসজির কাছ থেকে অর্থ নিয়ে বার্সাকে বাইআউট ক্লজ পরিশোধ করে নিজেই দলবদল করেছেন নেইমার। ফ্রি এজেন্ট হিসেবে তিনি বার্সেলোনা ছাড়ায় সান্তোস নাকি কিছুই পাবে না! ওয়েবসাইট।
No comments