শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী। লৌহজং টার্নিং পয়েন্টে চায়না ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলায় রোববার রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। সূত্র জানায়, এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় সোমবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শিমুলিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় ৭শ' যানবাহন। দুভোর্গে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী। বিআইডব্লিউটিএর সহকারী ব্যবস্থাপক শাহ খালিদ নেওয়াজ জানান, ঈদকে সামনে রেখে এই নৌরুটে যাত্রীদের চালাচল নির্বিঘ্ন করতে লৌহজং টানিং পয়েন্টসহ হাজরা চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে। এই চ্যানেল দুটির মুখ সরু হওয়ায় সোমবার রাত ১২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। হঠাৎ করে চ্যানেল দুটি বন্ধ হয়ে যাওয়ায় উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন।
No comments