অস্ত্র ফেলে পাথর ছোড়াছুড়ি করলো চীন ও ভারতের সেনারা
কাশ্মিরের লাদাখে হিমালয় পার্বত্য সীমান্তের বিরোধপূর্ণ ভূখণ্ডে চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছে। সিকিম সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মাসব্যাপী মুখোমুখি অবস্থানের পর লাদাখে এ সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। তবে মঙ্গলবারের এ সংঘর্ষের ঘটনার পর গতকাল সেখানে দুই দেশের সেনাকর্মকর্তারা পতাকা বৈঠক করেছেন। ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার পনগং লেকের কাছে ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে চীনের সৈন্যরা পাথর ছুড়ে মারে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তা আরো জানান, চীনের সৈন্যরা দুই দফা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে কিন্তু সেনাদের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ‘এটি একটি সামান্য ঘটনা। চীনের সৈন্যরা কিছু পাথর ছুড়ে মারলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরো জানান, ভারত ও চীনের সৈন্যরা তাদের নিজ নিজ অবস্থানে ফিরে গেলে সংক্ষিপ্ত এ সংঘর্ষের অবসান হয়। এ সংঘর্ষে উভয়পক্ষে কয়েকজন সামান্য আহত হয়েছে। গত কয়েক মাস ধরে সিকিম সীমান্ত এলাকায় দুইপরে সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়ে আছে। সিকিম সীমান্তের কাছাকাছি মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দোকলাম এলাকায় চীনা বাহিনীর রাস্তা নির্মাণ নিয়ে দুইপরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দোকলাম এলাকার মালিকানা নিয়ে চীন ও ভুটানের মধ্যে বিরোধ থাকলেও ভুটানের পক্ষ হয়ে ভারতীয় বাহিনী দোকলামে চীনের রাস্তা নির্মাণে বাধা দেয়। এরপর থেকে ওই এলাকায় মারমুখী অবস্থান নিয়ে আছে দুইপক্ষের বাহিনী। এই নিয়ে চলা উত্তেজনার ধারাবাহিকতায় এবার লাদাখ সীমান্ত এলাকায় দুইপক্ষের মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, চীনা সৈন্যরা দুইবার ভারতীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে, দুইবারই তাদের বাধা দেয়া হয়। ওই সেনাকর্মকর্তা বলেন, ‘সেখানে ছোট একটি ঘটনা ঘটেছে। চীনাপক্ষ থেকে পাথর ছোড়া হয়েছিল; কিন্তু দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ১৫ জন সৈন্য ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে দুইবার লাদাখ সীমান্তের দু’টি এলাকা, ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে। উভয়ক্ষেত্রেই সতর্ক ভারতীয় সেনারা তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। যখন চীনা সৈন্যরা দেখতে পায় ভারতীয় সেনারা মানববন্ধন তৈরি করে পথ আটকে রেখেছে তখন তারা পাথর নিক্ষেপ শুরু করে, সাথে সাথে ভারতীয় সীমান্তরক্ষীরাও চীনাদের লক্ষ করে পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় উভয়পরে বেশ কয়েকজন সেনা ছোটোখাট আঘাত পান। পরে উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়। জম্মু ও কাশ্মিরের পুলিশ জানিয়েছে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত ওই সীমান্তে সংঘর্ষ তুলনামূলকভাবে একটি সাধারণ ঘটনা। শ্রীনগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘প্রতি গ্রীষ্মেই এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে এবারের ঘটনাটি একটু বেশি সময় ধরে ঘটেছে এবং আরো গুরুতর ছিল; কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।’ প্যাঙ্গন হ্রদ এলাকাটি সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার মিটার উচ্চতায় তিব্বতের মালভূমিতে অবস্থিত।
No comments