সৈয়দপুরে প্রতারণার নয়া ফাঁদ : আটক ৩
নীলফামারীর সৈয়দপুরে নেমে পঞ্চগড় চা বাগানে বেড়াতে যাওয়া তিন ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে ৯০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট হাতিয়ে নিয়েছেন প্রতারক দল। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে তিন প্রতারককে আটক করেছে পুলিশ। সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজ এ অভিযানে নেতৃত্ব দেন। জানা যায়, নওগাঁ থেকে নীলসাগর ট্রেনে চেপে বুধবার রাতে (১৬ আগস্ট) সৈয়দপুরে আসেন হারুন-অর রশীদ (৪৫), মোতাহার হোসেন (৪১) ও মোস্তাকিন আহমেদ (৩৫)। এখান থেকে পঞ্চগড় চা বাগান যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুরের পাশে রাবেয়া মিল বাসস্ট্যান্ডে যান। এসময় তিনটি মোটর সাইকেলে একদল প্রতারক এসে তাদের গতিরোধ করেন এবং নিজেদের ডিবি পরিচয় দেন। ওই আগন্তক ৩ জনকে হ্যান্ডকাপ পরিয়ে নেওয়া হয় সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের হাজীপাড়ার একটি বাড়িতে। সেই বাড়িতে ওই ৩ জনকে মারডাং করে সাথে থাকা ৯০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট কেড়ে নেওয়া হয়। এরমধ্যে হারুণ-অর রশীদকে ছেড়ে দিয়ে আরও টাকার জন্য চাপ দিতে থাকে। হারুণÑঅর-রশীদ বিষয়টি সৈয়দপুর থানাকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ৩ প্রতারক কে আটক করে। এরা হচ্ছে নীলফামারীর আরাজি রামকলার মৃত তছির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে ডাক্তার (৪৫), একই এলাকার মৃত জাফর আলী চৌধুরীর ছেলে নূর হোসেন (৩৫) ও দিনাজপুরের খানসামা গোয়ালডিহি মৃত সোলেমান আলীর ছেলে ডাব্লিউ ইসলাম (২৮)। এ ঘটনার মুল হোতা বোতলাগাড়ি ইউনিয়নের আব্দুল মন্নাফের ছেলে রকি (২৫) নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
No comments