ভারতের কাছে গন্ডার ফেরত চেয়েছে নেপাল
সম্প্রতি বন্যার পানিতে নেপালের রিজার্ভ ফরেস্ট থেকে ভেসে যাওয়া এক শিং ওয়ালা গন্ডার ফেরত চেয়েছে নেপাল। এসব গন্ডার আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। নেপালের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বন্যায় তাদের দেশ থেকে বেশ কিছু গন্ডার পাশের দেশ ভারতে ভেসে গেছে এবং সেগুলোকে ফিরিয়ে দেয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। এসব গন্ডারের আবাসভূমি হল নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই সংরক্ষিত অরণ্যে গন্ডার ও অন্যান্য বন্যপ্রাণী দেখতে আসেন। বন্যার পানিতে ভেসে যাওয়া এসব গন্ডার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টে আশ্রয় নিয়েছে। এটি ভারতের রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান একটি আবাসভূমি। সর্বশেষ জরিপ অনুযায়ী রয়্যাল চিতওয়ান পার্কে প্রায় ছয়শ'র মতো এক শিং ওয়ালা গন্ডার আছে।
No comments