পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের চেয়ে পুতিনে বেশি আস্থা বিশ্ববাসীর
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্রের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশি আস্থা রাখছে বিশ্ববাসী। মার্কিন জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৭ সালের বসন্তে পরিচালিত জরিপের জনমত অনুযায়ী, ৩৭টি দেশের মধ্যে র্মানি, ফ্রান্স এবং জাপানসহ ২২টি দেশের মানুষ পুতিনের উপর বেশি আস্থা রাখেন। অন্যদিকে যুক্তরাজ্য, ভারত ও ইসরাইলসহ ১৩টি দেশের মানুষ ট্রাম্পের প্রতি বেশি আস্থাশীল। একমাত্র তানজানিয়ার মানুষই পুতিন ও ট্রাম্পের প্রতি সমান আস্থাশীল। যুক্তরাষ্ট্রেও জরিপটি চালানো হলেও সেখান পুতিন-ট্রাম্পের তুলনার প্রশ্নটি ছিল না। অন্যদিকে চীনে জরিপটি চালানো হয়নি। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জরিপটি করে ওয়াশিংটন ভিত্তিক নির্দলীয় সংস্থা পিউ। সংস্থাটি জানায়, ২৩ শতাংশ আমেরিকান পুতিনের প্রতি 'আত্মবিশ্বাস' থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি একই মনোভাব রয়েছে ৫৩ শতাংশের। জরিপের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রসহ ৩৭ দেশের ৬০ ভাগ মানুষ তাদের কম আস্থা থাকার কথা জানিয়েছেন। তবে ২৬ ভাগ মানুষের মতে পুতিন ভালো কাজ করছেন। সূত্র: ব্লুমবার্গ
No comments