ঢাবিতে ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় দুই শিক্ষার্থী হল ছাড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ার অভিযোগ তুলে দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ। এর একদিন পরে তাদের হলছাড়া করা হয়। মঙ্গলবার বিবিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিক্ষার্থী- লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শামিমুর রহমার ও একই বর্ষের বাংলা বিভাগের আতিকুর রহমান। শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারীরা এ ঘটনা ঘটান। ভুক্তভোগী ও হলসূত্র জানায়, গত সোমবার কেনো ছাত্রলীগ নেতাকে সালাম দেওয়া হয় নি তার জবাবদিহী করতে ওই দুই শিক্ষার্থীসহ মোট তিনজনকে হলের ১৭৭ নং কক্ষে ডাকেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের সাদিক খান। সেখানে সালাম দিয়ে প্রবেশ করায় শামিম ও আতিকুরকে চড় থাপ্পড় দেন সাদিক। পরে লাঠি ও রড দিয়ে মারধর করেন পরিসংখ্যান বিভাগের তানভীর ও সৌরভ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগের তাহের, ফারসি বিভাগের সফিউল্লাহ, সংস্কৃত বিভাগের সোহরাব। এরা সবাই তৃতীয় বর্ষের ছাত্র। সভাপতি তাহসানের কাছ থেকে ছাত্রদেরকে রুমে ঢুকিয়ে মারার অনুমতি নিয়েছিলেন বলেও জানা যায়। এই ঘটনায় মঙ্গলবার সকালে প্রতিবাদ জানান তাহসান গ্রুপের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এতে ক্ষুব্ধ হয়ে তাহসান আহমেদ শামিমুর রহমার ও আতিকুরকে স্থায়ীভাবে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে হলের সিনিয়ররা তাহসানকে বুঝিয়ে তাদের হলে ফিরিয়ে আনে। কিন্তু গতকাল বুধবার আবার তাদের বের করে দেয় তারা। তবে জানতে চাইলে মারধরের বিষয়টি অস্বীকার করেন সাদিক। তিনি বলেন, তাদেরকে মারধর করা হয়নি। বরং ওই দুই ছাত্র হলে আছে। এ বিষয়ে হল সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন, বেয়াদবির কারণে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
No comments