ভারতের 'কোল্ড স্টার্ট'র বিপরীতে পাকিস্তানের 'কোল্ড ওয়াটার'
ভারতীয় সেনাবাহিনীর ‘শীতল শুরু’ (কোল্ড স্টার্ট) তত্ত্বের বিপরীতে ‘ঠাণ্ডা পানি’ (কোল্ড ওয়াটার) তত্ত্ব দিয়েছে পাকিস্তান। একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’ সফলতার সঙ্গে সম্পন্ন করার পর এ তত্ত্বের কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। খবর ডনের।দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘নসর’ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ৭০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে।
পাশাপাশি ক্ষেপণাস্ত্রটিকে এখন আগের চেয়েও দ্রুতগতিতে প্রস্তুত করা যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষাসহ ‘প্রচলিত হুমকির বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা’ রাখতে পারবে বলেও দাবি তাদের। বক্তৃতায় বাজওয়া যেকোনো মূল্যে যুদ্ধ এড়িয়ে চলাই তাদের সেনাবাহিনীর কৌশল উল্লেখ করে বলেন, ‘উচ্চমাত্রার সামরিক ক্ষমতাসম্পন্ন ও ক্রমবর্ধমান আগ্রাসী প্রতিবেশী বিরুদ্ধে পাক সেনাবাহিনীর কৌশলগত উন্নয়নই শান্তির নিশ্চয়তা দিতে পারে।’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক এই উৎক্ষেপণের সময় পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments