'দক্ষিণ কোরিয়াকে কেকের মতো পিষে দেব'
উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে পিষে দেয়া যাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলেও পরমাণু বোমা হামলা চালানো যাবে বলে দাবি করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয়া হয়েছে। খবর এএফপি ও পিপলস ডেইলির। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে সিউলকে তাঁবেদার ‘সামরিক অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এক টুকরো কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়ায় ধ্বংস করা যাবে। পিয়ংইয়ং এখন ধ্বংস করে দিতে পারবে মহাসাগরের ওপারে অবস্থিত আমেরিকাকেও। পিয়ংইয়ং দাবি করেছে, আমেরিকার কেন্দ্রস্থলে বড় পরমাণু বোমা হামলা চালানো যাবে। ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবসে উত্তর কোরিয়া প্রথমবারের মতো আইসিবিএম’র সফল পরীক্ষা করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ পরীক্ষাকে আমেরিকার জন্য উপহার হিসেবে অভিহিত করেন। দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে সংঘাতে যাওয়ার জন্য আমেরিকার সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্র জেমস ম্যাটিস। তবে তিনি বলেন, পিয়ংইয়ং এবং ওয়াশিংটন ‘একটি যুদ্ধের কাছাকাছি’ রয়েছে বলে মনে করে না আমেরিকা। আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে উত্তর কোরিয়ার সামরিক খাতগুলোতে পণ্য সরবরাহের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এর পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথও খোলা রাখতে চায় ওয়াশিংটন। এদিকে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবাই জয়েস বলেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র নিক্ষেপ করলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে ওয়াশিংটনের পাশে থাকবে ক্যানবেরা। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরমাণু ওয়ারহেড নিক্ষেপ করলে ‘এএনজেডইউএস’ জোটকে তলব করা হবে।’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা চুক্তি ‘এএনজেডইউএস’ নামে পরিচিত।
No comments