সুনামগঞ্জে নিখোঁজ দুই সহোদর স্কুলছাত্র উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের ৫ দিন পর দুই সহোদর স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডে একটি চায়ের দোকান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতরা হল, উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী গ্রামের সাইদুল ইসলামের শিশুপুত্র আবু সুফিয়ান (১৩) ও আবু তালহা (১১)। আবু সুফিয়ান উপজেলার বালিজুরী হাজি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও আবু তালহা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, আবু সুফিয়ান ও আবু তালহা গত ৩ জুন সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। বিকাল গড়িয়ে রাতেও তারা বাড়ি ফিরে না আসায় অভিভাবক ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার দিনভর অপেক্ষা আর খোঁজাখুঁজির পর তাদের কোনো সন্ধান না পেয়ে রাতে তাদের বাবা সাইদুল ইসলাম তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে পুলিশ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট কুমারগাঁও সিলেট-সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে মামুর চায়ের দোকান থেকে উদ্ধার করে। রাতেই সিলেট থেকে ওই দুই শিশুকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অানা হয়েছে বলে জানা গেছে। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন যুগান্তরকে দুই শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কারণ এখনো জানা যায়নি। শিশু দুটির সঙ্গে কথা বলার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
No comments