আসামে মাদ্রাসা ও সংস্কৃত বোর্ড তুলে দেয়ার পরিকল্পনা
রাজ্য থেকে মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষা পরিচালন বোর্ড তুলে দেওয়ার পরিকল্পনা করছে ভারতের আসাম রাজ্য সরকার। অাসাম বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্ম্মা জানিয়েছেন, ‘আমরা মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষাঙ্গনগুলোকে মূল ধারার আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চাই। তাই ওই বোর্ডগুলি তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।’
শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, মাদ্রাসাগুলোকে আসাম বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় আনা হবে এবং সংস্কৃত টোলগুলোকে পাঠানো হতে পারে কুমার ভাস্কর ভার্মা সংস্কৃত অ্যান্ড অ্যানসিয়েন্ট স্টাডিস ইউনিভার্সিটির অধীনে।শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, পঞ্চম শ্রেণী থেকে সবকটি স্কুলে বাধ্যতামূলক করা হবে পরীক্ষা। উল্লেখ্য, অাসামে বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় না। সূত্র: জি নিউজ
No comments