ট্রেন লাইনে যাত্রীবাহী বাস, ২ নারী শ্রমিক নিহত
যশোরের অভয়নগর উপজেলায় শ্রমিকবাহী একটি বাস ট্রেন লাইনে উঠে পড়লে ইঞ্জিনবাহী ট্রেনের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওড়াপাড়ার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকরা জানান, আকিজ জুট মিলে ডিউটি শেষে ৬০/৬৫ জন শ্রমিক পায়রাগামী বাসে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা পয়েন্টে বাসটি ট্রেন লাইন পার হচ্ছিল। এ সময়ে খুলনাগামী ইঞ্জিনবাহী একটি ট্রেন দ্রুত এলে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন।
আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোদ্বীপ ঘরাই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভয়নগর থানার ওসি (তদন্ত) আবদুর রহিম মোল্লা জানান, লাশ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার যশোর-কুষ্টিয়া মহাসড়কের সাতমাইল বাজারে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছে ধাক্কা দিলে ৬ জন নিহত ও অন্তত ৩৭ জন আহত হন।
No comments