সাভারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে আতিক খান নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিক সাভার থানা ছাত্রলীগ ও চাকুলিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি একই এলাকার মো. দুলাল খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের অর্থোপেডিক ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, রাতে স্থানীয় নিকরাইল বাজারের নিজ দোকান থেকে বাসায় ফিরছিলেন আতিক। এসময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জয়নাল ও সজিব দল বল নিয়ে অতর্কিতভাবে পেছন থেকে দেশীয় অস্ত্র নিয়ে আতিকের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে তাকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান যুগান্তরকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধ থাকায় তার ওপর হামলা চালানো হয়েছিল। তবে এ ঘটনায় একজনকে আটক করা হলেও অল্প বয়সের হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। সাভার মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
No comments