জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি ১৬ ফেব্রুয়ারি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার শুনানির নতুন তারিখ পড়েছে ১৬ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর পক্ষে আদালতে সময় আবেদন করা হয়েছে।
আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন। এই দুটি দুর্নীতি মামলায় বিচারিক আদালতে পৃথক দুটি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে খালেদা জিয়া আবেদন করেছেন। ওই দুটি আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আদালত মামলা দুটির নতুন তারিখ ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন। গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন এ মামলায় আত্মপক্ষ সমর্থনের ধার্য দিনে তিনি এ অনাস্থা জানান। আদালত খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার আবেদন ও মামলার কার্যক্রম মুলতবির আবেদন নামঞ্জুর করেন। এ মামলায় আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আজ ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের বক্তব্য উপস্থাপনের শুনানি হওয়ার কথা ছিল। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত মামলার বিচারকাজ চলছে। এ দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
No comments