জ্যাকি চ্যানকে নাচাতে...
বলিউডের
জনপ্রিয় দুই কোরিওগ্রাফার ফারাহ খান ও গীতা কাপুর। অনেক বড় বড় শিল্পীকেই
নাচিয়েছেন তাঁরা। অর্থাৎ তাঁদের নির্দেশনায় অনেক বিখ্যাত তারকাই নেচেছেন।
তবে খুব সম্ভবত এবারই প্রথম তাঁরা কোনো আন্তর্জাতিক মার্শাল আর্টিস্ট ও
অভিনয়শিল্পীকে নাচাতে যাচ্ছেন। ‘কুংফু ইয়োগা’ ছবির জন্য হলিউডের অভিনেতা ও
মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যানকে এবার নাচতে দেখা যাবে বড়পর্দায়। তাও আবার
পুরোপুরি বলিউডের ঢঙে। চীন-ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে একটি গানের সঙ্গে
নাচ পরিবেশন করবেন জ্যাকি চ্যান। এখন এ ছবির শুটিং চলছে ভারতের যোধপুরে।
শনিবার ফারাহ খান আর গীতা কাপুর পৌঁছে গেছেন সেখানে। এ প্রসঙ্গে ফারাহ
বলেছেন, ‘এবার আমাদের যোধপুরে আসাটা এক বিশেষ কারণে। এ ছবিতে চমৎকার একটি
বলিউড ঘরানার নাচের নির্দেশনা দেব আমি।’ তিনি আরও বলেন, ‘গীতা আর আমি—এই
দুজনেই জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’ এদিকে সূত্রটি
জানিয়েছে, এই গানের শুটিং হবে দুই দিনব্যাপী। এখানে জ্যাকি চ্যানের সঙ্গে
আর থাকবেন প্রায় ৫০ জন নৃত্যশিল্পী। স্ট্যানলে টং পরিচালিত এই ছবিটি
অ্যাকশন-রোমাঞ্চনির্ভর কাহিনির। এ ছবিতে আরও অভিনয় করেছেন বলিউডের অভিনেতা
সনু সুদ।
No comments