নির্বাচনে বিএনপির থাকা না থাকা সিদ্ধান্ত রাতে
ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির থাকা না থাকা নিয়ে আজ রোববার সিদ্ধান্ত
হতে পারে। রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া সিদ্ধান্ত জানাবেন। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রশ্নের
জবাবে বলেন, বিএনপি ইউপি নির্বাচনে থাকবে কি না, সেটি দলের নীতি নির্ধারণী
পর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন। আজ রাতে বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, প্রথম দুই ধাপের নির্বাচনে অংশ নিলেও মাঝপথে ইউপি নির্বাচন বর্জনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মোটা দাগে দুটি কারণে দলের শীর্ষ নেতৃত্ব ইউপি নির্বাচনের পরের তিনটি ধাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমটি হচ্ছে, নির্বাচনী মাঠে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকদের ত্রাস সৃষ্টি, কেন্দ্র দখল ও ভোট কারচুপি। দ্বিতীয়টি হলো, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের নানামুখী ঝুঁকি এড়ানো। দলের কেউ কেউ তৃতীয় দফার ভোটে না যাওয়া পক্ষে। যদিও ইতিমধ্যে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, প্রথম দুই ধাপের নির্বাচনে অংশ নিলেও মাঝপথে ইউপি নির্বাচন বর্জনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মোটা দাগে দুটি কারণে দলের শীর্ষ নেতৃত্ব ইউপি নির্বাচনের পরের তিনটি ধাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমটি হচ্ছে, নির্বাচনী মাঠে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকদের ত্রাস সৃষ্টি, কেন্দ্র দখল ও ভোট কারচুপি। দ্বিতীয়টি হলো, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের নানামুখী ঝুঁকি এড়ানো। দলের কেউ কেউ তৃতীয় দফার ভোটে না যাওয়া পক্ষে। যদিও ইতিমধ্যে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।
No comments