সেরা অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম ও তিশা
২০১৫
সালে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ঘণ্টার নাটকের জন্য এবার
চারুনীড়ম পুরস্কার পেয়েছেন ১২ জন নাট্যশিল্পী ও কলাকুশলী। শ্রেষ্ঠ অভিনেতার
পুরস্কার জিতেছেন আজাদ আবুল কালাম
ও সেরা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার
পেয়েছেন তবারক হোসেন ভূঞা, নবীন অভিনেতা সুজাত শিমুল, পরিচালক গোলাম সোহরাব
ও নবীন পরিচালক ইমরাউল রাফাত। এ ছাড়া চিত্রনাট্যে মেজবাহ উদ্দিন,
চিত্রগ্রহণে নিয়াজ মাহবুব, রূপসজ্জায় রহমান, চিত্র সম্পাদনায় ময়ূখ বারী ও
আবহসংগীতে নীল কামরুল পুরস্কার জিতেছেন। শ্রেষ্ঠ কাহিনিচিত্র নির্বাচিত
হয়েছে আঁধারের ঋণ। এ ছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী দিলারা জামান ও
অভিনেতা ইনামুল হক। গত শুক্রবার বিকেলে ঢাকা পাবলিক লাইব্রেরির শওকত ওসমান
স্মৃতি মিলনায়তনে ছিল এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ৩০টি এক ঘণ্টার নাটক
নিয়ে গত ৩ মার্চ শুরু হয় আট দিনের টেলিভিশন কাহিনিচিত্র উৎসব। এতে ১২টি
বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ৬০ জন শিল্পী ও কলাকুশলী। ২০০৯
সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে চারুনীড়ম
। এক ঘণ্টার নাটক বাঁচাতে উৎসব ও পুরস্কার প্রবর্তন করেছে নাটকের দল চারুনীড়ম।
No comments