শুটিং মুহূর্ত খাবার টেবিলে বসে কথা বলছেন বাবা ও মেয়ে। দৃশ্যটি ভোর ও অসময়ের গল্প নাটকের। এই নাটকে বাবার চরিত্রে আবুল হায়াত ও তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌটুসি বিশ্বাস। উত্তরার একটি শুটিংবাড়িতে হয়েছে নাটকটির শুটিং। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পারভেজ আমিন
No comments