তেলে আঁকা দলছুট চিত্রকরের ছবি
কাজী হাসিবুল আহসান তন্ময়ের আঁকা ‘ফেরা’ সিরিজের একটি ছবি |
বেহারাদের কাঁধে পালকি চড়ে বউ আর যায় না এখন। সেসব স্মৃতিকে ছবিতে ফিরিয়ে
এনেছেন চিত্রকর কাজী হাসিবুল আহসান তন্ময়। ৭ ফুট একটি বোর্ডে তিনি এঁকেছেন
স্মৃতির সেই তৈলচিত্রটি। তেলে আঁকা এ রকম আরও ২০টি ও অ্যাক্রেলিকে আঁকা
৬টি ছবি নিয়ে শুরু হয়েছে তাঁর পঞ্চম একক চিত্র প্রদর্শনী ‘ফেরা’। গেল
চৈত্রসংক্রান্তির বিকেলে ধানমন্ডির ইএমকে সেন্টারে এর উদ্বোধনে ছিলেন
শিল্পী মনসুর উল করিম, ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও ব্যান্ড শিল্পী
মানাম আহমেদ। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে। সংশোধনী:
গতকাল সংস্কৃতি সংবাদের শিরোনাম ছিল ‘সাঁওতালদের জীবনযাপনের ওপর
স্থাপত্যশিল্প’। এখানে স্থাপত্যশিল্পের স্থানে হবে ‘স্থাপনাশিল্প’। দুঃখিত।
বি.স।
No comments