আমিরের মতো এআর রহমানও অনিরাপদ
শাহরুখ খানের পর বলিউডের আরেক তারকা আমির খান নিজ দেশ ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলার পর দেশটির ক্ষমতাসীনদের তোপের মুখে পড়েছেন। এবার এ তালিকায় নাম লেখালেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এআর রহমান। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে বলে আমির খানের বক্তব্যের সঙ্গে একমত বলে জানিয়েছেন তিনি। বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সেপ্টেম্বর মাসে একই রকম পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের একজন হিসেবে তাকেও অসহিষ্ণু মানসিকতার শিকার হতে হয়েছিল। একটি মুসলিম সংগঠন তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। ভারতে ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
‘মুহাম্মদ : মেসেঞ্জার অব গড’ নামের একটি ইরানি চলচ্চিত্রে সুর দেয়ার জন্য তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল মুম্বাইভিত্তিক রাজা একাডেমি। মুসলিম একাডেমিটির অভিযোগ ছিল- চলচ্চিত্রটির নাম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্য অপমানজনক। এ প্রসঙ্গে এআর রহমান বলেন, ‘আমিরের মতো আমিও নিজেকে নিরাপদ ভাবতে পারছি না। কয়েক মাস আগে আমিও এ ধরনের সাম্প্রদায়িকতার শিকার হয়েছিলাম। কোনো কিছুই সহিংস হওয়া উচিত নয়। আমরা প্রত্যেকেই অতি সভ্য মানুষ এবং বিশ্বের সামনে নিজেদের সেরা সভ্য জাতি হিসেবে দাঁড় করানো উচিত আমাদের।’ ফতোয়াটি জারি হওয়ার পর দিল্লি ও উত্তরপ্রদেশে এআর রহমানের পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল হয়ে গিয়েছিল।
No comments